| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানি সেনা হওয়ার স্বপ্ন পূরণ হলো মৃত্যুপথযাত্রী উসমান আকিলের


পাকিস্তানি সেনা হওয়ার স্বপ্ন পূরণ হলো মৃত্যুপথযাত্রী উসমান আকিলের


শেখ আশরাফুল ইসলাম     14 May, 2025     01:24 PM    


পাকিস্তানি সেনা হওয়ার স্বপ্ন পূরণ হলো প্রাণঘাতী ও বিরল রোগ ক্যালসিফিল্যাক্সিসে আক্রান্ত উসমান আকিলের। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে পাকিস্তান সেবাহিনীতে কাজ করার। আর সেই ইচ্ছে পূরণ করতেই তাকে কর্পস হেডকোয়ার্টারে অফিসার হিসেবে একদিন কাটানোর আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানের করাচির বাসিন্দা উসমান আকিল ক্যালসিফিল্যাক্সিসে নামের প্রাণঘাতি রোগের সাথে লড়াই করছেন। এটি একটি বিরল এবং গুরুতর অসুস্থতা।

জানা যায়, উসমান আকিল মাত্র একদিনের জন্য হলেও পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল। তারপর তার সেই ইচ্ছায় সাড়া দিয়ে করাচি কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াইস দস্তগীর তাকে সুযোগ করে দেন। 

এসময় উসমান আকিলকে তার সাহসিকতা ও পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আন্তরিকতার জন্য সম্মানিত করা হয়। উসমান আকিলের মা তার কাঁধে “ক্যাপ্টেনের পদ” (বেজ) অর্পণ করেন। এসময় খুব আবেগঘন মূহুর্ত তৈরি হয়। 

উসমান আকিলকে পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিক্ষেপের সুযোগও দেওয়া হয়েছিল এবং তাকে সামরিক প্রশিক্ষণ এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কেও জানানো হয়েছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উসমান আকিল আবেগাপ্লুত হয়ে বলেন, আজ পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কর্পস কমান্ডার করাচির কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী যেভাবে ভারতকে পরাজিত করেছে, তা অতুলনীয়। পাকিস্তানের প্রতিটি শিশু আমাদের সাহসী সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং যেকোনো শত্রুর মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত।

সূত্র : এআরওয়াই নিউজ